বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বেসরকারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আসিফ হাসানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় চত্বরকে ‘আসিফ চত্বর’ নামে নামকরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আসিফ চত্বরের স্মৃতিফলক উন্মোচন এবং দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ হাসানের বাবা মাহমুদ আলম, মা, ভাই, ফুফু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, আসাদ বিন রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হৃদয় সজন, মাহামুদুল হাসান, মহিউদ্দিন নোবেল, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।

আলোচনা অনুষ্ঠান শেষে আসিফ হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি