ইউরোপের অন্যতম দেশ আয়ারল্যান্ডের উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক সুনাম আছে। দেশটির সরকারের ‘পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম’ বৃত্তিটি বিদেশে শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ-সুবিধা

পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামে কেউ নির্বাচিত হলে তাঁর টিউশন ফি মওকুফ করা হবে। শিক্ষার্থীরা বছরে খরচ বাবদ ২২ হাজার ইউরো পাবেন। আর গবেষণা বাবদ পাবেন ৩ হাজার ২৫০ ইউরো।

আরও পড়ুন

এইচএসসির ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে

এইচএসসির ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে

শিক্ষাপ্রতিষ্ঠান কোনগুলো

ট্রিনিটি কলেজ, আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ডাবলিন ডেন্টাল হসপিটাল, কোলাইস্ট মুইরে মারিনো, ম্যারি ইমাকুলেট কলেজ, মাইনথ ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন।

পড়াশোনার বিষয় কী কী

ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস, আইন, ন্যাচারাল সায়েন্স, হেলথ সায়েন্স, জেনারেল সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।

আরও পড়ুন

ডেনমার্কে উচ্চশিক্ষা, খরচ ও সুযোগ-সুবিধা, আইইএলটিএসে কত স্কোর

ডেনমার্কে উচ্চশিক্ষা, খরচ ও সুযোগ-সুবিধা, আইইএলটিএসে কত স্কোর

প্রয়োজনীয় নথিপত্র

  • পাসপোর্টের কপি
  • সার্টিফিকেট
  • রিকমেন্ডেশন লেটার
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • রিসার্চ প্রপোজাল
  • সুপারভাইজার ফরম
  • স্টেটমেন্ট অব পারপাস।

আরও পড়ুন

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদনের পদ্ধতি, খরচ, বৃত্তিসহ সুযোগ-সুবিধা কেমন

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মেরে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। https://research.ie/funding/goipg/ লিংকে এ অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরমও পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর।